মালদা : ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোনে হুমকির ঘটনায় এক যুবককে গ্রেফতার এবং আরও ৪ জনকে আটক করল পুলিশ। ‘ডি কোম্পানি’র প্রদীপ বলে যে ব্যক্তি ফোন করেন শাহদত শেখ।
আদতে মালদার বাসিন্দা ওই যুবক কৃষ্ণেন্দুকে হুমকি ফোন করার জন্য কলকাতায় গিয়েছিলেন। ওই ঘটনায় মোট পাঁচ জনের যোগ রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। বাকি চার জনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে এক জন বিহারের বাসিন্দা।
কৃষ্ণেন্দুবাবুর অভিযোগ ছিল, বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ তিনি একটি বার্তা পান। যিনি বার্তা পাঠিয়েছিলেন, তিনি নিজেকে ‘ডি কোম্পানি’র প্রদীপ বলে পরিচয় দিয়েছেন। তিনি বার্তায় লেখেন, ‘‘২০ পেটি দেনা হোগা আপকো, নেহি তো তুম অর তুমহারি ফ্যামিলি মেম্বার কো টোক দেঙ্গে।’’ বাংলায় তর্জমা করলে দাঁড়ায় ‘‘আপনাকে ২০ পেটি দিতে হবে। নয়তো আপনাকে এবং আপনার পরিবারকে গুলি করে দেব!’’
তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের খুনের হুমকি দেওয়ার পরে পুলিশের দ্বারস্থ হন কৃষ্ণেন্দু। ওই ঘটনায় অভিযোগ পাওয়ার পরে তিন জনকে আটক করে কালিয়াচক থানার পুলিশ।