সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার ৪৬ জন বাম কর্মী

পূর্ব বর্ধমান: সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে ৪৬ জন বাম কর্মী সমর্থককে গ্রেপ্তার (arrest) করল পুলিশ। বৃহস্পতিবার সকলকে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। প্রসঙ্গত, বুধবার বিকালে বর্ধমান শহরে সিপিআইএম’এর আইন অমান্য মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়।মুহুর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
গোটা এলাকায় তান্ডব চালায় বাম কর্মী সমর্থকরা বলে অভিযোগ। ভাঙচুর করা হয় কার্জনগেট চত্বরে লাগানো রাজ্য সরকারের ১১ বছরের উন্নয়নের ডিসপ্লে বোর্ড, বিশ্ববাংলা গ্লোব সহ বিধায়ক খোকন দাসের কার্যালয়ে। মারধর করা হয় পুলিশকে।বিধায়কের অফিসে বসে থাকা তৃণমূল কর্মী সমর্থকদের। রেহাই মেলেনি সাংবাদিকদেরও। অভিযোগ তাদের ওপরেও চড়াও হয় বাম কর্মীরা।এছাড়াও পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হলে ইটের আঘাতে আহত হয় ৯ জন পুলিশ কর্মী।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী সহ ঘটনাস্থলে পৌঁছয় কমব্যাট ফোর্স। পুলিশ লাঠি চার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।ঘটনাস্থল থেকে ৪৬ জনকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =