গাজার হাসপাতালে মৃত্যুর মুখে আশঙ্কাজনক ৪৫টি শিশু

গাজা, ১২ নভেম্বর: একমাস হয়ে গেল হামাস-ইজরায়েল সংঘর্ষ চলছেই। এই পরিস্থিতিতে মধ্য গাজার আল শিফা হাসপাতালে শিহরণ জাগনোর মতোর ঘটনা সামনে এসেছে। যুদ্ধের মধ্যে পড়ে ইতিমধ্যেই দুই সদ্যোজাতের প্রাণ গিয়েছে। আশঙ্কাজনক আরও ৪৫টি শিশু। ইজরায়েলি বাহিনীর হামলায় জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ সরবরাহও স্তব্ধ রয়েছে! ওই শিশুদের হাসপাতাল থেকে সরিয়ে নিতে তৈরি বলে এর মধ্যেই ইজরায়েলি সেনা ঘোষণা করেছে। তেল আভিভের সেনাবাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করেছেন, রবিবারই ওই শিশুদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় সাহায্য করবেন তাঁরা।
প্রসঙ্গত, ইজরায়েল আগেই গাজাজুড়ে বিদ্যুৎ সংযোগ আগেই ছিন্ন করে দিয়েছিল। এহেন পরিস্থিতিতে জেনারেটরের ওপরই ভরসা ছিল। কিন্তু জ্বালানির অভাবে এবার সেগুলোও কাজ করা বন্ধ হয়ে দিয়েছে। হাসপাতালের ইনকিউবেটরে আশঙ্কাজনক অবস্থায় থাকা শিশুদের মৃত্যু হাতছানি দিচ্ছে। এই ইজরায়েলি সেনার আশ্বাসে তাদের একটু স্বস্তি মেলার সম্ভাবনা তৈরি হয়েছে। সংঘর্ষ শুরুর পর কেটে গিয়েছে একমাসেরও বেশি সময়। এই ক’দিনে বার বার যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলেও, তা খারিজ করেছে ইজরায়েলি সরকার। আর প্রতি বারই ফুটে উঠেছে অসহায় মানুষদের বিপণ্ণতার ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 10 =