বিশাখাপত্তনম বন্দরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৪০টি মাছ ধরার নৌকো

বিশাখাপত্তনম বন্দরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ৪০টি মাছ ধরার নৌকো। রবিবার রাতে নিমেষেই আগুন ধরে যায় বন্দরে দাঁড়িয়ে থাকা একের পর এক মাছ ধরার নৌকোয়। আনুমানিক ৩০ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে দাবি মৎসজীবীদের।

প্রাথমিক তদন্ত সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে একটি বন্দরে নোঙর করানো একটি নৌকোয় পার্টি চলছিল। সেখানেই প্রথম আগুন লেগে যায় বলে সন্দেহ। পাশে নোঙর করা বাকি নৌকোগুলিতেও নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লেগে নৌকোর জ্বালানি ট্যাংক থেকে একের পর এক ভয়াবহ বিস্ফোরণও হয়। গোটা ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ বিশাখাপত্তনম বন্দরে আগুন লাগে। নৌকোয় থাকা জ্বালানি ট্যাংক ও সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়। সেখান থেকে আরও ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। রাতভর আগুন নিয়ন্ত্রণের কাজ চালায় বিশাল দমকল বাহিনী। সতর্কতাবশে বন্দরের আশপাশ ফাঁকা করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =