মদ বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত একই পরিবারের ৪ জন

মালদা: বেআইনি মদ বিক্রির প্রতিবাদ করে আততায়ীদের হামলায় আক্রান্ত হলেন একই পরিবারের চারজন। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বুধবার রাতে ঘটনা ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার শেখপাড়া এলাকায়। যদিও প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হলেও বর্তমানে বাড়ির প্রবীণ কর্তা এখনো চিকিৎসাধীন মেডিক্যাল কলেজে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতের নাম বনি যাদব (৫৮)। আততায়ীরা তার ওপর লাঠি, হাঁসুয়া নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।
আক্রান্তের পরিবার পুলিশকে অভিযোগে জানিয়েছেন, এলাকায় হরি দাস নামে এক ব্যক্তি তার দলবল নিয়ে দীর্ঘদিন ধরে বেআইনি মদের কারবার চালাচ্ছিল। এ নিয়ে বেশ কিছুদিন ধরে প্রতিবাদ করছিলেন সংশ্লিষ্ট এলাকার যাদব পরিবার। আর তারই বদলা নিতে বুধবার রাতে অভিযুক্ত ওই ব্যক্তি দলবল নিয়ে বনি যাদবের বাড়িতে হামলা চালায়। বাড়ির প্রবীণ কর্তাকে মার খেতে দেখে পরিবারের অন্যান্য লোকেরাও ছুটে আসেন। তাদেরকেও মারধর করা হলে হয় বলে অভিযোগ। এরপর আহতের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =