চাঁচলের একটি বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগে ওই বাড়ির এক গৃহকর্তী সহ মোট চার জন পুরুষ ও মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার দুপুরে গোপনসূত্রে অভিযান চালিয়ে চাচোল শহরের একটি এলাকার ওই গৃহস্থের বাড়িতে অভিযান চালায় পুলিশ। মঙ্গলবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের পরিচয় গোপন রেখেছে পুলিশ। টাকার বিনিময়ে বাড়ির মালিক এমন চক্র চালাচ্ছিল বলে চাঁচল থানার পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঁচল সদরের ওই বাড়িতে অনেকের যাতায়াত ছিল। মাঝেমধ্যেই অনেক পুরুষ-মহিলা যেত। দেখে সন্দেহ হত স্থানীয় বাসিন্দাদের। তাঁরা বিষয়টি নিয়ে চাঁচল থানায় জানিয়ে ছিলেন। এদিন পুলিশি অভিযানে দিতেই পর্দাফাঁস হয় মধুচক্রের। বাড়িতে মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার করা হয় দুই যুবককে। উদ্ধার করা হয়েছে দুই যুবতীকেও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই চাঁচল সদরের ওই বাড়িতে মধুচক্রের আসর চলছিল। অপরিচিত মুখ ওই বাড়িতে ঢোকায় সন্দেহ হত স্থানীয় বাসিন্দাদের। তাঁরা প্রথমে বিষয়টি বুঝে নেন। কিন্তু হাতেনাতে ধরতে পারছিলেন না। বাড়ির মালিককে এ বিষয়ে তাঁরা প্রশ্ন করতে থাকেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাড়ির মালিক বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। এরপরই স্থানীয় বাসিন্দারা থানায় গিয়ে খবর দেন। চাঁচল থানার পুলিশ গিয়ে অভিযান চালায়।