দিল্লিতে ভোররাতে এনকাউন্টার, খতম বিহারের ৪ কুখ্যাত গ্যাংস্টার

নয়াদিল্লি : দিল্লির রোহিণীতে এনকাউন্টারে খতম হয়েছে বিহারের চার ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার। বৃস্পতিবার ভোররাতে দিল্লির রোহিনী এলাকার বাহাদুর শাহ মার্গে এনকাউন্টার হয়। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা এবং বিহার পুলিশের যৌথ অভিযানে রঞ্জন পাঠক (২৫), বিমলেশ মাহাতো ওরফে বিমলেশ সাহনি (২৫), মণীশ পাঠক (৩৩) এবং আমন ঠাকুর (২১) নিহত হয়েছে। দীর্ঘদিন ধরে ওই চার দুষ্কৃতীকে খুঁজে বেড়াচ্ছিল বিহার ও দিল্লি পুলিশ। বিহার ও দিল্লিতে তাদের বিরুদ্ধে তোলাবাজি, খুন, অপহরণের বহু অভিযোগ ছিল। বিহার পুলিশ জানিয়েছে, রঞ্জন, বিমলেশ ও মণীশ বিহারের সীতামঢ়ির বাসিন্দা। আমনের বাড়ি দিল্লির কারাওয়াল নগরে। বুধবার ভোররাতেই গুলিবিদ্ধ চার গ্যাংস্টারকে দিল্লির ডক্টর বিএসএ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানকার চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

ডিসিপি ক্রাইম ব্রাঞ্চ সঞ্জীব যাদব বলেছেন, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও বিহার পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার ভোররাত ২.২০ মিনিট নাগাদ রোহিণীতে এক এনকাউন্টারে বিহারের কুখ্যাত রঞ্জন পাঠক গ্যাংয়ের চার সদস্যকে গুলি করে হত্যা করা হয়।

আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে এই গ্যাং সদস্যরা একটি বড় অপরাধমূলক কার্যকলাপ চালানোর পরিকল্পনা করছে এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং বিহার পুলিশের যৌথ দল ওই এলাকায় একটি ফাঁদ পাতে। এই চারজনই বিহারে একাধিক খুন এবং ডাকাতি-সহ বেশ কয়েকটি মামলায় ওয়ান্টেড ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =