ভয়াবহ পথ দুর্ঘটনা নেপালে (Nepal) মৃত্যু হয়েছে ৪ ভারতীয়র। হাসপাতালে চিকিৎসাধীন আরও এক। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। পাঁচজনই বিহারের (Bihar) সমস্তিপুরের বাসিন্দা বলে খবর। প্রত্যন্ত এলাকা দুর্ঘটনা হওয়ার দরুণ এখনও দেহ উদ্ধার করা যায়নি বলে খবর।
হিমালয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবারই নেপালের বাগমতী প্রদেশের সিন্ধুলি জেলায় এই পথ দুর্ঘটনা ঘটেছে। যাত্রাপথে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। প্রায় ৫০০ মিটার গভীর ছিল খাদটি। দুর্ঘটনার মুহূর্তে গাড়িতে পাঁচজন উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই ভারতীয় নাগরিক বলে জানা যায়। তাঁদের মধ্যে তিনজনই ঘটনাস্থলে মারা যান। আর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। তাঁরা সকলেই পুরুষ। আর একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনাস্থল এতটাই প্রত্য়ন্ত যে সেখান থেকে এখনও গাড়ি ও মৃতদের দেহ উদ্ধার করা যায়নি। পুলিশ সুপার আর কে সিলওয়াল জানিয়েছেন, বিহারের নম্বর প্লেটের একটি গাড়ি কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল। গাড়িটি খাদে পড়ে যায়।