কলকাতা : একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভুয়ো ওয়েবসাইট এবং একটি জাল গ্রাহক সহায়ক নম্বর তৈরি করে সাইবার প্রতারণার অভিযোগ দায়ের হল। তদন্তে নেমে চার জনকে গ্রেফতার করেছে বন্দর ডিভিশনের সাইবার শাখা।
জানা গেছে, শনিবার রাতে লেক টাউন থেকে তিন জন এবং পার্ক স্ট্রিট থেকে এক জনকে গ্রেফতার করা হয়। একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে গোটা সাইবার প্রতারণা চক্রের তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, অনলাইনে নিয়মিত কেনাকাটা থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে সোশ্যাল মিডিয়া ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছেন গ্রামগঞ্জের মানুষজনও। শহর থেকে গ্রাম, কোনও জায়গার মানুষই রেহাই পাচ্ছেন না সাইবার জালিয়াতদের হাত থেকে। সাইবার জালিয়াতরা নিত্যনতুন পন্থা অবলম্বন করে প্রতারিত করছে আমজনতাকে। এবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভুয়ো ওয়েবসাইট এবং একটি জাল গ্রাহক সহায়ক নম্বর তৈরি করে সাইবার প্রতারণার অভিযোগ সামনে এলো।

