৩৮টি ট্রেন বাতিল, ভোগান্তির আশঙ্কা শিয়ালদা সেকশনে

কলকাতা: পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের শিয়ালদা ও দমদমের মধ্যে ২২ নম্বর ব্রিজের মেরামতির কাজের জন্য শনিবার রাত সাড়ে ১১ টা থেকে রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এর ফলে রবিবার, ৩ জুলাই শিয়ালদহ মেন, নর্থ ও ডানকুনি সেকশন মিলিয়ে মোট ৩৮টি ইএমইউ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, পূর্ব রেল সূত্রে এমনটাই খবর।

এর পাশাপাশি শনিবার ছেড়ে আসা কয়েকটি ডাউন মেল, এক্সপ্রেস, সুপার ফাস্ট ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হবে। ট্রেনগুলি ১৩১৫৪ মালদা টাউন শিয়ালদা গৌর এক্সপ্রেস, ১২৩৪৪ নিউ জলপাইগুড়ি শিয়ালদা দার্জিলিং মেল, ১৩১৫০ আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চন কন্যা এক্সপ্রেস, ১৩১০৬ বালিয়া-শিয়ালদা এক্সপ্রেস, ১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস, রবিবার ১৩১৭৩ শিয়ালদা – আগরতলা কাঞ্চন জঙ্ঘা এক্সপ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =