খড়দহের এক অধ্যাপকের বাড়িতে মিলল ৩২ লক্ষ টাকা

টালিগঞ্জ, বেলঘরিয়া, গার্ডেনরিচের পর রাজ্যে আবার বিপুল অঙ্কের নগদ টাকা উদ্ধার হল কলকাতার উপকণ্ঠে খড়দহতে। খড়দহ থেকে শুক্রবার প্রায় ৩২ লক্ষ টাকা উদ্ধার করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসাররা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, শুক্রবার উত্তর ২৪ পরগনার খড়দহের একটি ফ্ল্যাট থেকে এই বিপুল অঙ্কের টাকা মেলে। সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত থেকে খড়দহের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এরপর শুক্রবার খড়দহের একটি ফ্ল্যাটে হানা দেন বেশ কয়েক জন পুলিশ আধিকারিক। এরপরই এই ফ্ল্যাট থেকে মেলে এই বিপুল অঙ্কের টাকা। তদন্তকারী আধিকারিকদের প্রথমিক অনুমান, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য কমিশন হিসাবে ওই টাকা নেওয়া হয়ে থাকতে পারে।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, খড়দহের নাথুপাল ঘাট রোড এলাকার শিরোমনি আবাসনে এদিন এক অধ্যাপকের বাড়িতে চিরুনি তল্লাশি চালানো হয়। এই শিরোমণি আবাসনের একতলাতেই  থাকেন বাসিন্দা অমিতাভ দাস। তাঁর ঘরে টানা তল্লাশি চালান ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং খড়দহ থানার পুলিশ। আর এই তল্লাশিতেই বিপুল অঙ্কের টাকা তাঁদের হাতে আসে। এদিকে প্রতিবেশীদের কাছে থেকে খবর মিলেছে, অমিতাভবাবু পেশায় অধ্যাপক। তিনি, তাঁর স্ত্রী বর্ণালী সাধুখাঁ এবং এক সন্তান থাকেন ওই ফ্ল্যাটে। গত আড়াই বছর ধরে সেখানে বসবাস করছেন তাঁরা। তবে স্থানীয়রা জানান, ঠিক কী কারণে পুলিশ এসে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন, সে বিষয়ে তাঁদের স্পষ্ট কোনও ধারণা নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − twenty =