রবিবার রাতে ঝড়ের কবলে পড়ে থাইল্যান্ড উপসাগরে ডুবে যায় থাইল্যান্ডের যুদ্ধজাহাজটি। তারপর রাতেই ওই জাহাজের অনেককে উদ্ধার করা হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ৩১ জন নাবিক। তাঁদের খোঁজে সোমবার সকাল থেকে তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে থাইল্যান্ড সরকার।
থাই নৌবাহিনীর তরফে শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা যায়, জাহাজটিতে জল উঠে যায়। ইঞ্জিনেও জল ঢুকে যায়। তার ফলেই জাহাজটি ডুবে যায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। থাই নৌবাহিনীর তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। তার ফলে ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়েই ডুবে যায় সুখোতাই।
থাই নৌবাহিনী সূত্রে জানা গিয়েছে, ডুবে যাওয়া নৌজাহাজটির নাম HTMS সুখোতাই। রবিবার রাতে থাইল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূল থেকে ৩৭ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল। সেই সময় ঝড়ের কবলে পড়েই নৌজাহাজটি উপসাগরে ডুবে যায়।