বাবরি মসজিদ ধ্বংসের ৩০ বছর পূর্তি, শাহি ইদগাহে হনুমান চালিশা পাঠের চেষ্টা করায় ধৃত ১

অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের ৩০ বছর পূর্তি। উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা থাকায় এমনিতেই নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছিল। আর এই দিনেই ইদগাহ চত্বরে  হিন্দু মহাসভার ‘লাড্ডু গোপাল কা জলাভিষেক’ এবং হনুমান চালিশা পাঠের কর্মসূচি ঘিরে গোটা এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। মোতায়েন করা হয় দেড় হাজারেরও বেশি পুলিশকর্মী ও আধিকারিককে। ১৪৪ ধারা ভেঙে ইদগাহ চত্বরে ঢোকার চেষ্টা করায় হিন্দু মহাসভার এক নেতাকে গ্রেপ্তার করেছে যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ। আটক করা হয়েছে আরও ৭ জনকে।

মথুরার অতিরিক্ত পুলিশ সুপার মার্তণ্ড প্রকাশ সিং বলেন, ‘সরকারি নির্দেশ ভেঙে ইদগাহ চত্বরের দিকে যাওয়ার চেষ্টা করায় অখিল ভারত হিন্দু মহাসভার আগ্রা শাখার প্রধান সৌরভ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। সংগঠনের আরও ৭ জন নেতা-কর্মীকে আটক করে গৃহবন্দি করেছে পুলিশ। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − five =