নাগরাকাটায় হাতির হানায় জখম ৩ ব্যক্তি

নাগরাকাটা : জলপাইগুড়ির নাগরাকাটার আংরাভাসা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খেরকাটা গ্রামে হাতির হামলায় জখম হলেন ৩ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার। আহতদের নাম সুখা ওরাওঁ ( ৪৫), বীরবাহাদুর মঙ্গর ( ৭০) ও পতিরাম ওরাওঁ ( ৬০)। জখমদের মধ্যে সুখার আঘাত গুরুতর। ৩ জনকেই বন দফতর ও স্থানীয়রা মিলে উদ্ধার করে প্রথমে সুলকাপাড়া গ্রামীন হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সবাইকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তিন ব্যক্তি খেরকাটার গোট লাইনে নিজেদের জমির ধান পাহারায় ব্যস্ত ছিলেন। সে সময় হাতির একটি পাল জঙ্গলের দিকে যাচ্ছিল। পালের অন্য হাতিগুলো চলে গেলেও একটি দাঁতাল তখনও যে সেখানে রয়ে গিয়েছে তা ওই তিন চাষী বুঝতে পারেননি। ওই হাতিটি ৩ জনের ওপরই হামলা চালায়। এরমধ্যে সুখার আঘাত সবচেয়ে বেশি। সুলকাপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক রোশন বারলা বলেন, ওই তিনজনের বুকে, কোমরে, মাথায় আঘাত লেগেছে।

বন দপ্তরের ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল বলেন, ‘আহতদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব বনদপ্তর বহন করছে। হাতি সহ অন্য বুনোদের গতিবিধির প্রতি বনকর্মীরা সতর্ক নজর রেখে চলেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − four =