নয়াদিল্লি : দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সুখবর দিল নরেন্দ্র মোদী সরকার। ৩ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ফের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা তিন শতাংশ হারে ডিএ বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। কোজাগরী লক্ষ্ণীপুজোর দিন সুখবর দিল কেন্দ্র।
এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাবেন। এত দিন তাঁরা ৫০ শতাংশ হারে ডিএ পেতেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ফলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সঙ্গে পার্থক্য বৃদ্ধি পেল অনেকটাই। এত দিন যে ব্যবধান ৩৬ শতাংশ ছিল, এখন তা বেড়ে ৩৯ শতাংশ হল। রাজ্য সরকারি কর্মচারীরা এখন ১৪ শতাংশ হারে ডিএ পান।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য ডিএ ৩ শতাংশ বৃদ্ধি এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ উপশম অনুমোদন করেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন চেকে বছরে মোট ৯৪৪৮ কোটি টাকা যোগ করা হবে।