গুড ফ্রাইডেতে ফিলিপিন্সে ক্রুশবিদ্ধ করা হল ৩ জনকে

যিশুর ক্রুশবিদ্ধকরণের ঘটনা স্মরণ করতে গিয়ে নিজেদেরই ক্রুশবিদ্ধ করলেন ফিলিপিন্সের (Philippines) একটি গ্রামের বাসিন্দারা। গুড ফ্রাইডে পালন করতে গিয়ে এমনটা করেন তাঁরা। যিশুর জীবনের শেষ কিছুটা সময় তুলে ধরতে সান হুয়ান নামে ওই গ্রামের বাসিন্দারা ক্রুশে দিলেন তিন ব্যক্তিকে। জানা গিয়েছে, শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষে প্রায় ১৫ হাজার মানুষ জড়ো হয়েছিলেন। তাঁদের উপস্থিতিতেই শুরু হয় গুড ফ্রাইডের যাত্রা।

জানা গিয়েছে, ইচ্ছাকৃতভাবে মাটিতে পড়ে যান অনেকেই। তাঁদের চাবুক দিয়ে মারতে থাকেন অন্যরা। মারতে মারতেই ক্রুশ দেওয়ার জায়গায় নিয়ে যাওয়া তাঁদের। কাঁটা দিয়ে তৈরি মুকুট পরিয়ে দেওয়া হয়, ঠিক যেমন যিশুর মাথায় পরানো হয়েছিল। তারপর নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে গিয়ে তিনজনকে ক্রুশে দেওয়া হয়। ওই অবস্থায় প্রায় মিনিট পনেরো ঝুলিয়ে রাখা হয় তিনজনকে। তারপরে অবশ্য পেরেক সরিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

গুড ফ্রাইডেতে (Good Friday 2023) সাধারণত গির্জায় গিয়ে উপাসনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তবে অনেকক্ষেত্রেই পাপের শাস্তি হিসাবে নিজেদের নির্যাতন করে থাকেন। যদিও এহেন আচরণ গির্জার আদর্শের পরিপন্থী। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় গির্জাগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 4 =