ছেলেকে মারধরের প্রতিবাদ করায় মা-সহ ৩ ছেলেমেয়ের ওপর আক্রমণ চালানোর অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। বাড়িতে চড়াও হয়ে মারধরের পাশাপাশি বাড়ি ভাঙচুর ও টাকা ছিনতাই করে পালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আক্রান্ত ৪ জনকে উদ্ধার করে শুক্রবার রাতে ভর্তি করানো হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কালিয়াচক থানার জালালপুর গ্রাম পঞ্চায়েতের ধারালা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মায়ের নাম মার্জিনা বিবি (৩০), জখম বড় ছেলে রাসিদুল শেখ (১২), সামিম আক্তার (১০) এবং আয়েশা সিদ্দিকা (৮)। স্থানীয় মাদ্রাসায় রাসিদুল ষষ্ঠ শ্রেণি, সামিম চতুর্থ শ্রেণি এবং আয়েশা দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে , এদিন সকাল থেকে অভিযুক্ত বাক্কার শেখের ছেলে জুবাইল শেখ অকারণে রাসিদুলকে কয়েক দফায় মারধর করে। এদিন রাতে মা মার্জিনা প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা পরিবার-সহ চড়াও হয় মা ও ৩ ছেলেমেয়ের ওপর। ওই সময় বাড়িতে ছিলেন না পেশায় মাছ ব্যবসায়ী স্বামী মিনারুল শেখ। তাঁর ব্যবসার রাখা ৩ লক্ষ টাকা ছিনতাই করে পালায় অভিযুক্তরা বলে অভিযোগ। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।