মুম্বই : বলিউড ও মারাঠি সিনেমার জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার প্রয়াত হয়েছেন। আমির খানের ছবি ‘থ্রি ইডিয়টস’-এ তাঁকে রাগী অধ্যাপকের ভূমিকায় দেখা গিয়েছিল। তাঁর অভিনীত সেই চরিত্র এখনও দর্শকদের মনে বিশেষ জায়গা করে রয়েছে। অভিনেতা ১৮ অগস্ট, সোমবার ৯১ বছর বয়সে মহারাষ্ট্রের থানের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হবে।
অচ্যুত পোতদার দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। চোখের জলে তাঁকে বিদায় জানায় সিনে-দুনিয়া। মঙ্গলবার থানেতে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।
অচ্যুত পোতদারের কর্মজীবন চার দশকেরও বেশি সময় ধরে ছড়িয়ে। তিনি হিন্দি এবং মারাঠি সিনেমা-সহ প্রায় ১২৫টিরও বেশি ছবিতে কাজ করেছেন।
তাঁর উল্লেখ্য যোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘আক্রোশ’, ‘অর্ধ সত্য’, ‘তেজাব’, ‘পরিণীতা’, ‘পারিন্দা’, ‘বাস্তব’, ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘দাবাং ২’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘রঙ্গিলা’ এবং ‘রাজু বান গয়া জেন্টলম্যান’–এর মতো অনেক হিট ছবি। তাছাড়াও তিনি টেলিভিশনেও কাজ করেছেন। ‘ভারত এক খোজ’, ‘ওয়াগলে কি দুনিয়া’, ‘প্রধানমন্ত্রী’, ‘আহত’ এবং ‘মাঝা হশিল না’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও কাজ করেছেন।

