মাঝরাতে এনআরএসে হুলস্থুল। বচসার জেরে নির্মীয়মাণ বিল্ডিং-এ জুনিয়র ডাক্তারদের মারধরের অভিযোগ কয়েকজন শ্রমিকের বিরুদ্ধে। ঘটনার জেরে রাত থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হাসপাতাল চত্বরে থাকা পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে।
সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, হাসপাতালের কয়েকজন ইন্টার্ন ডাক্তার ওই বিল্ডিংয়ে ঘোরাঘুরি করছিলেন। সেখানে তখন কয়েকজন শ্রমিক ছিলেন। তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, ওই শ্রমিকরা তাঁদের গায়ে হাত তোলেন। কথা কাটাকাটি হাতাহাতিতে বদলে যায়। ডাক্তারদের বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ডাক্তারদের গালিগালাজ করার পাশাপাশি মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টাও নাকি হয়েছে। রাতেই এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।
ওই জুনিয়র ডাক্তারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, তারা এনআরএস হাসপাতালের নতুন নির্মীয়মাণ বিল্ডিংয়ের শ্রমিক। ধৃতদের বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু হয়েছে। আজ ওই তিন অভিযুক্তকে আদালতে পেশ করা হবে।