কলকাতা: ধারের লক্ষাধিক টাকা ফেরত না পেয়েই কি লুঠ ও খুনের ছক?
ভবানীপুরে গুজরাতি দম্পতি হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়েছে ৩ জন। মূল অভিযুক্ত দীপেশ মৃতের মেজো জামাইয়ের আত্মীয়। দীপেশ পলাতক। এই দীপেশ নিহত ব্যবসায়ী অশোক শাহর কাছে লক্ষাধিক টাকা ফেরত পেত বলে জানা গিয়েছে। তার জেরে এই খুন হতে পারে বলেই মনে করছে পুলিশ।
ভবানীপুর জোড়া খুন কাণ্ডে বুধবার রাতভর জিজ্ঞাসাবাদের পর দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে আরও এক জনকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা মনে করছেন, খুনের সময়ে ৪ জন ঘটনাস্থলে ছিলেন। ধৃতদের নাম রত্নাকর নাথ, সুবোধ সিংহ ও যতীন মেহতা। এদের মধ্যে একজন নিহত ব্যবসায়ী অশোক জে শাহর মেয়ের শ্বশুরবাড়ির দিকের আত্মীয় বলে জানা গিয়েছে। খুনের পর কেউ বাস, আবার কেউ ট্যাক্সি করে পালায়।তবে তদন্তে এও জানা গিয়েছে, ধৃতরা কেউই ঘটনার পর কলকাতা ছেড়ে পালায়নি। তাদের ওপর যাতে তদন্তকারীদের কোনওরকম সন্দেহ না হয়, সে জন্য সব রকম ব্যবস্থা করেছিল তারা। তাঁদের কোনও পুরনো অপরাধের রেকর্ড নেই। লুঠ করে খুনের উদ্দেশ্যেই গিয়েছিল বলে জানা যাচ্ছে।এই ঘটনায় দীপেশ নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে। দীপেশের থেকে অশোক শাহ লক্ষাধিক টাকার বেশি ধার নিয়েছিলেন। বারবার চেয়েও টাকা ফেরত না দেওয়াই খুনের পরিকল্পনা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ধৃতরা প্রত্যেকেই দীপেশের বন্ধু। দীপেশই তাদের নিয়ে এসেছিলেন।মূল অভিযুক্ত দীপেশ পলাতক। দীপেশই গুলি চালান বলে পুলিশ জানাচ্ছে।