দিনমজুরের অ্যাকাউন্টে ২৯১১ কোটি ২১ লক্ষ ১০ হাজার টাকা! ঘুম উড়েছে হাবড়ার সুদীপ্তর

টিটব বিশ্বাস

দিনমজুরের অ্যাকাউন্টে ২৯১১ কোটি ২১ লক্ষ ১০ হাজার টাকা! ঘুম উড়েছে হাবড়ার সুদীপ্তর। চার-পাঁচ মাস ধরে ব্যাংকের বইয়ের টাকা তোলা বা জমা দেওয়ার কাজ করেননি। দু’দিন আগে ব্যাংকের শাখা বা সিএসপি থেকে থেকে ১০০০ টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ যুবকের। তার ব্যাংকের বই থেকে একটি টাকাও তোলা যাচ্ছে না। তাহলে কি টাকা নেই অ্যাকাউন্টে? তাই সিএসপি থেকে মিনি স্টেটমেন্ট করা হয় অ্যাকাউন্টের। তখনই চক্ষু ছানাবড়া দিনমজুর সুদীপ্তর। অ্যাকাউন্টে রয়েছে কোটি কোটি টাকা (টাকার পরিমাণ ছিল ২৯১১ কোটি ২১ লক্ষ ১০ হাজার টাকা)। বেসরকারি ব্যাংকে থাকা তার অ্যাকাউন্টে কিভাবে এল এত পরিমাণ টাকা কিছুতেই বুঝতে পারছেন না হাবড়ার নাংলা পারুই পাড়ার বাসিন্দা দিনমজুর সুদীপ্ত হাজরা। ঘটনায় রবিবার রাতেই হাবড়া থানার দ্বারস্থ হয় বছর বত্রিশের যুবক সুদীপ্ত। থানার তরফে তাকে মূল ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। যদি এখনো তিনি তা করে উঠতে পারেননি। ঘটনার খবর এলাকায় জানাজানি হতেই প্রতিবেশীরাও হতবাক। ব্যাংকে সুদীপ্তর ৯ হাজার টাকা ছিল এখন সেই টাকাও তুলতে পারছেন না। যুবক চান তার অ্যাকাউন্ট ঠিকঠাক করে দেওয়া হোক। নিজের যেটুকু টাকা রয়েছে সেটা ফেরত দেওয়া হোক। রবিবার কোটি কোটি টাকা অ্যাকাউন্টে ঢোকার পর সুদীপ্ত ও তার বাবা কার্তিক হাজরা যথেষ্ট টেনশনে রয়েছেন। মঙ্গলবার ঘটনার খবর পেয়ে সুদীপ্তর বাড়িতে আসে স্থানীয় পঞ্চায়েত সদস্য শিরিষ বিশ্বাস। তিনি জানান, ব্যাংকের ভুল বা যে কোনও কারণে ওর অ্যাকাউন্টে এতগুলো টাকা ঢুকেছে। প্রশাসন তার ব্যবস্থা করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =