শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

প্রহর গোনা শুরু কলকাতাবাসীর। কারণ, আর মাত্র কয়েক ঘণ্টা পরই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কোভিড কাঁটা কাটিয়ে তিন বছর পর জাঁকজমকপূর্ণভাবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হতে চলেছে। আর এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে চাঁদের হাট বসবে বললেও কম বলা হবে না। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিকে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত থাকতে চলেছেন অমিতাভ বচ্চন। পাশাপাশি উপস্থিত থাকবেন শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেশ ভাট, শত্রঘ্ন সিনহা, রানি মুখোপাধ্যায়, কুমার শানু, অরিজিৎ সিং-এর মতো আরও অনেকেই। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে নবান্ন সূত্রে খবর বৃহস্পতিবার দুপুরেই কলকাতা এসে পৌঁছবেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন,শাহরুখ খানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + eighteen =