পেরুর (Peru) সোনার খনিতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ২৭ জন শ্রমিকের। খনির ভিতরেই আগুন লেগে মৃত্যু হয়েছে এই শ্রমিকদের। ঘটনাটি ঘটেছে শনিবার। প্রসঙ্গত, প্রতিবছর ১০০ টনেরও বেশি সোনা উৎপাদন করে পেরু।
ঘটনাটি ঘটেছে আরেকুইপা এলাকায়। পাহাড়ের কোলে অবস্থিত মাটি থেকে প্রায় ১০০ মিটার গভীরে এই সোনার খনিতে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ঘটনাস্থলের আশেপাশে থানা না থাকার কারণে উদ্ধারকাজ শুরু করতে দেরি হয়ে যায়। ততক্ষণে অন্তত ২৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, খনির মধ্যে শর্ট সার্কিটের কারণেই আগুন লেগে যায়। খনির মধ্যে কাঠের তৈরি সুড়ঙ্গ রয়েছে। কাঠের মাধ্যমেই আগুন আরও বেশি করে খনির মধ্যে ছড়িয়ে পড়ে বলে অনুমান। তবে স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের ঘটনাস্থলে যেতে দেয়নি সংস্থার কর্তৃপক্ষ।