নজিরবিহীনভাবে বাংলায় এসেছে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জেলায় রুট মার্চও শুরু হয়ে গেছে। কমিশন সূত্রের খবর, ১ এপ্রিল রাজ্যে আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। প্রসঙ্গত, চলতি নির্বাচনের জন্য বেনজিরভাবে বাংলায় সর্বোচ্চ ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এত আধাসেনা দেশের আর কোনও রাজ্যে মোতায়েন হচ্ছে না।
বাহিনী আসার খবরকে স্বাগত জানিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ”পর্যাপ্তবাহিনী ছাড়া বাংলায় নিরপেক্ষ ভোট সম্ভব নয়, একথাটা আমরা প্রথম থেকেই বলে আসছি।”
পাল্টা তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, ”৯২০ কেন, ৯ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনলেও লাভ হবে না। বাংলা তৃণমূলের সঙ্গে আছে, ছিল এবং আগামী দিনেও থাকবে।”