‘প্রজাপতি’-র সাফল্যের ২৫ দিন, কুণাল-কটাক্ষের জবাব দিলেন মিঠুন

কলকাতা: দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি’ নিয়ে দর্শকদের উত্সাহের শেষ নেই। সিনেমার ২৫ দিন হইহই করে পেরিয়েছে। উইকএন্ড ও ছুটির দিনে মাল্টিপ্লেক্সে সিনেমা হাউজফুল যাচ্ছে। একদিকে যখন প্রজাপতির সাফল্যের ২৫ দিন উদযাপন হচ্ছে, তখনও রাজনৈতিক তরজা পিছু ছাড়ল না।

দেব তৃণমূল সাংসদ, মিঠু চক্রবর্তী বিজেপির নেতা। এই পরিস্থিতিতে সিনেমা মুক্তির দিন থেকে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। গত ২৩ ডিসেম্বর মুক্তি পায় দেব ও মিঠুন জুটির ছবি ‘প্রজাপতি’। কিন্তু সেই ছবি স্থান পায়নি রাজ্য সরকারের প্রেক্ষাগৃহ নন্দনে। আর তা থেকেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ প্রশ্ন তোলেন মিঠুন চক্রবর্তীর অভিনয় দক্ষতা নিয়ে, পাল্টা তাঁকে ‘গঙ্গারাম’ বলে কটাক্ষ করেন মিঠুন চক্রবর্তী।

সাফল্যের ২৫ দিনে এবার কুণালের খোঁচার জবাব দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বললেন, ‘নন্দনের কমিটিতে কারা আছে, নাম জানতে চাই’। এদিনের ‘সাকসেস পার্টি’তে দেব বলেন, ‘ আমি বরাবর খুব ইতিবাচক মনের মানুষ। শ্যুটিংয়ের প্রথম দিন থেকে চেয়েছিলাম যেন মানুষ ছবিটি দেখে। আমার একমাত্র লক্ষ্য হলে কী ভাবে মানুষকে নিয়ে আসব। মানুষ দেখছে। দ্যাটস ইট।’ প্রজাপতি’ বিতর্কে মিঠুন বলেন, ‘আজকে আনন্দের দিন, গঙ্গারামদের নিয়ে কিছু বলব না। সময় নষ্ট করব না।

প্রসঙ্গত নন্দনে ছবিটির জায়গা না পাওয়া নিয়ে যখন বিতর্ক শুরু হয়েছিল, তখন কুণাল ঘোষ ‘প্রজাপতি’ নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, ‘এই সিনেমাটায় দেবের অভিনয় দারুণ। দেব দারুণ অভিনয় করেছেন। টনিকে পরাণ বন্দ্যোপাধ্যায় সুপারহিট। আর এখানে ডুবিয়ে দিয়ে গিয়েছেন মিঠুনদা। মিঠুনদার অভিনয়ের জন্য ছবিটা ঝাড় খেয়ে গিয়েছে। যদিও সিনেমাটা দর্শকরা পছন্দ করেছেন হাউজফুল শো সেটাই ইঙ্গিত করছে। আর তার প্রেক্ষিতেই কুণাল ঘোষকে আক্রমণ করে মিঠুনের মন্তব্য, ‘তোরা চেয়েছিলি আমার টিআরপি নামাতে, আমার মৃত্যু পর্যন্ত পারবি না’। এর আগে কুণাল ঘোষ এই ছবি নিয়ে কটাক্ষ করে বলেন, ‘এই সিনেমাটায় দেবের অভিনয় দারুণ। দেব দারুণ অভিনয় করেছেন। টনিকে পরাণ বন্দ্যোপাধ্যায় সুপারহিট। আর এখানে ডুবিয়ে দিয়ে গিয়েছেন মিঠুনদা।

তার জবাবে মিঠুন বলেন, ‘গঙ্গারাম ভেবেছিলেন একটা পাথরে তিনটে শিকার করবেন। ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন। দেব ভয় না পেয়ে অভিনেতা হিসেবে উত্তর দিয়েছে,’ । একই সঙ্গে তিনি আরও বলেন, ‘এটা কিন্তু অশনি সঙ্কেত, মানুষ জাগছে, উত্তর দিচ্ছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 3 =