বুধবার কেশপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজির ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার সকালে চরকা এলাকা থেকে ২৫ টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। স্থানীয় খাস জঙ্গলে সেগুলি নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড। বুধবার সকালে চরকা এলাকায় মিছিলকে কেন্দ্র করে তৃণমূলের দুটি গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় ব্যাপক বোমাবাজি হয়। বোমার আঘাতে শেখ রফিক আলি নামে তৃণমূলের স্থানীয় এক যুব কর্মীর কবজি উড়ে যায়। এই ঘটনার পর এলাকায় সংঘর্ষের পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রাখতে হয়েছিল। বুধবার দিনভর তদন্ত চালিয়ে পুলিশ ছয় জনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবারও সকাল থেকে চরকা এলাকা জুড়ে পুলিশি অভিযান চালানো হয়। তল্লাশিতে ওই গ্রাম থেকে ২৫ টি তাজা বোমা উদ্ধার হয়। পরে গ্রাম থেকে কিছুটা দূরে খাস জঙ্গলে বোমাগুলি নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল স্কোয়াড। সমস্ত অভিযুক্তদের ধরতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।