বি সি রায়ে চালু হল ২৪ ঘণ্টার ব্লাড ব্যাঙ্ক পরিষেবা

বিসি রায় শিশু হাসপাতালে চালু হল ২৪ ঘণ্টার ব্লাড ব্যাঙ্ক পরিষেবা। এতদিন সন্ধ্যা সাতটা পর্যন্ত চালু থাকত পরিষেবা।বুধবার সন্ধ্যার পরে ব্লাড ব্যাঙ্ক বন্ধ থাকার ফলে ভোগান্তির শিকার হয এক আটদিনের সদ্যোজাত। সময়ে রক্ত না পেয়ে শিশুর মস্তিষ্কের কোষের ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এরপর‌ই ২৪ ঘণ্টার জন্য ব্লাড ব্যাঙ্ক পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হ. বিসি রায় শিশু হাসপাতালে। বি সি রায়.হাসপাতাল সূত্রে খবর ২৪ ঘণ্টার পরিষেবার জন্য অতিরিক্ত চার জন মেডিক্যাল টেকনোলজিস্টও নিযুক্ত হয়েছেন।

প্রসঙ্গত, আট দিনের ওই শিশুকন্যাকে বুধবার বনগাঁ থেকে বিসি রায় শিশু হাসপাতালে রেফার করা হয়েছিল। বিসি রায় হাসপাতালে এসে রক্ত না পেয়ে চরম ভোগান্তির শিকার হয় ওই শিশুর পরিবারের সদস্যরা।  কারণ, বুধবার সন্ধের পর ওই শিশুর পরিবারের লোকেরা রক্ত পাননি সেখানে। পরিবারের দাবি ছিল, এরপর তাঁরা রক্তের নমুনা নিয়ে শহরের আরও ৬টি ব্লাড ব্যাঙ্কে ঘোরেন। কিন্তু কোথাও গ্রুপিং করে জানানো হয়নি, ওই শিশুর কোন গ্রুপের রক্ত লাগবে।এরপর বৃহস্পতিবার সকাল ১০ টা বেজে গেলেও দেখা যায়, কোনও স্বাস্থ্যকর্মী ব্লাড ব্যাঙ্কে আসেননি। শিশুর পরিবারের লোকেদের এই সমস্যার কথা জানতে পারে স্বাস্থ্য ভবনে। ফোন করা হয় স্বাস্থ্য সচিবকেও। তখন থেকেই শুরু হয় তৎপরতা। মিনিট পনেরোর মধ্যেই গ্রুপিং করে রক্তের নমুনা পাঠানো হয় এম আর বাঙ্গুর হাসপাতালে ‘এ’ পজিটিভ রক্ত আনার জন্য। এবার শেষ পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য ব্লাড ব্যাঙ্ক খোলা হল বিসি রায় শিশু হাসপাতালে। আর প্রথম দিনেই দেখা যায়, সন্ধে সাতটার পরে প্রায় ১১ থেকে ১২টি রিকিউজিশন এসেছে। ফলে বোঝাই যাচ্ছে, এই প্রয়োজনীয়তা ছিল আগে থেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =