যে দিকে চোখ যায়, শুধুই ধ্বংসের ছবি। লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩০৮ জন প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। উপচে পড়ছে মৃতদেহ। ভূকম্পনে তুরস্ক এবং সিরিয়ার ছবিটা ঠিক এরকমই। এমন ধ্বংসলীলার মধ্যেই ফের কেঁপে উঠল তুরস্ক এবং সিরিয়া। গত ২৪ ঘণ্টায় এই নিয়ে ৩ বার কম্পন অনুভূত হল দুই দেশে। রিখটার স্কেলে তৃতীয় ভূমিকম্পের তীব্রতা ৬। তুরস্কের পাশাপাশি ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়াও। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।
তুরস্কে মৃত্যু হয়েছে প্রায় ১৪৯৮ জনের। সিরিয়ায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৮১০ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ ভূমিকম্পের জেরে তুরস্ক এবং সিরিয়ায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। ধ্বংসস্তূপে আটকে পড়েছেন অনেকে। মৃত্যুর পাশাপাশি জখম হয়েছেন বহু।
কম্পনের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুই দেশের বিভিন্ন প্রান্ত। চার দিকে শুধুই ধ্বংসের ছবি। হাসপাতালগুলিতে ভিড় বাড়ছে জখমদের। সিরিয়া এবং তুরস্ককে সাহায্যের হাত বাড়িয়েছে বিভিন্ন দেশ। ভারতের তরফেও উদ্ধারকারী এবং চিকিৎসকদের দল পাঠানো হচ্ছে। সাহায্য পাঠানোর কথা ঘোষণা করেছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনও।