থরে থরে টাকা মডেল- অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে! যেন কুবের ভাণ্ডার

কলকাতা: এ যেন অজয় দেবগনের ‘রেড’ সিনেমার  দৃশ্য। রাশি রাশি স্তূপীকৃত টাকা। নোট গোনা চলছে। মেশিন আনা হয়েছে। থরে থরে সোনার গয়না।

রিল লাইফের এই দৃশ্যই এবার কলকাতার বুকে। নামজাদা কোনও ব্যক্তিত্ব নন। সাধারণ একজন মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে তল্লাশি চালিয়েই বিপুল নগদ, ভরি ভরি গয়না পেয়েছন ইডি আধিকারিকরা। স্বাভাবিক ভাবেই প্রশ্ন কে এই অর্পিতা? জানা গিয়েছে, প্রথমে মডেলিং দিয়ে তিনি কেরিয়ার শুরু করেন। পরে কয়েকটি বাংলা ছবিতে অভিনয় করেছেন। দক্ষিণ কলকাতার এক দুর্গাপুজো ক্লাবের বিজ্ঞাপনে মডেল হিসাবে দেখা গিয়েছে অর্পিতাকে।

অর্পিতা মুখোপাধ্যায়কে মন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ বলে দাবি করেছে ইডি। কী ভাবে পার্থর সঙ্গে আলাপ অর্পিতার? ইডির দাবি, এক প্রোমোটারের মাধ্যমে সাত বছর আগে পার্থর সঙ্গে আলাপ হয় অর্পিতার। এর পর থেকেই দু’জনের মধ্যে ‘ঘনিষ্ঠতা’ বাড়ে। ইডি সূত্রে খবর, পার্থর সঙ্গে তাঁর ‘পারিবারিক সম্পর্ক’ বলেও জেরায় দাবি করেছেন অর্পিতা। বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় বাড়ি অর্পিতার। তাঁর মা মিনতি মুখোপাধ্যায় বলেছেন, ‘মেয়ে বাইরেই থাকত। তবে মাঝেমধ্যে বেলঘরিয়ার এই বাড়িতে আসত। সপ্তাহে এক দিন-দু’দিন আসত। ও সিনেমা, সিরিয়াল করেছে। এর পাশাপাশি প্রযোজনা সংস্থার সঙ্গেও যুক্ত ছিল।’

শনিবার অর্পিতা গ্রেপ্তার হওয়ার পর উদ্ধার হয় ২১ কোটি টাকা আনার জন্য গাড়ি ভর্তি ট্যাঙ্কের ব্যবস্থা হয়েছে। টাকা গুনতে রাত কাবার হয়ে গিয়েছে কর্মীদের।সেই তথ্যই সামনে আসতে, সকলেরই মনে পড়ে যাচ্ছে রেড নামে অজয় দেবগণ-এর একটি হিন্দি সিনেমার কথা। সেখানে এক জনপ্রতিনিধির বাড়ি থেকে এমনই বিপুল অর্থ, গয়না রেড করে বের করেছিল ইনকামট্যাক্স ডিপার্টমেন্ট। এখানে সেই ‘রেড’ করল ইডি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − twelve =