হনুমানের কামড়ে হাসপাতালে ভর্তি ২০, আতঙ্কে সীমান্তবাসী

নিজের শিশুর মৃত্যুর পর এলাকয় তাণ্ডব শুরু করল একটি পূর্ণবয়স্ক মা হনুমান। তার কামড়ে ইতিমধ্যেই আহত হয়ে হাসপাতালে ভর্তি ২০ জন। হনুমানের আতঙ্কে তটস্থ উত্তর ২৪ পরগনার বসিরহাটের সীমান্তবাসীরা। ঘটনাটি ঘটেছে, বসিরহাটের স্বরূপনগর ব্লকের বিথারী হাকিম পুর গ্রাম পঞ্চায়েতে হাকিমপুর সীমান্ত এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পূর্ণবয়স্ক হনুমান তার শাবক নিয়ে এলাকায় ঢুকে পড়ে। এরপর এলাকার জনৈক ব্যক্তির বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় শাবকটির। তারপর থেকে মৃত শাবকের কথা চিন্তা করে তাণ্ডব শুরু করে হনুমানটি। বিথারী এলাকায় শিশু মহিলা পুরুষ যেখানে যাচ্ছেন তাদের কারও হাতে আবার কারও মুখে কামড় আবার কারও পায়ে কামড়ে রক্তাক্ত করে দিচ্ছে। ইতিমধ্যে শিশু মহিলা সহ মোট কুড়িজন শাড়াফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে, যে যার মতো ঘরের জানলা দরজা বন্ধ করে নিজেকে সুরক্ষিত করার জন্য ঘর থেকে বেরোচ্ছে না। বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে ঘটনাস্থলে খাঁচা ও জাল নিয়ে ঘটনাস্থলে বসিরহাটে বনদপ্তরের বনকর্মীরা। ইতিমধ্যেই জাল ও খাঁচা পাতা হয়েছে। ইতিমধ্যে স্বরূপনগর শাড়াপুল গ্রামীণ হাসপাতাল জখমদের চিকিৎসা শুরু হয়েছে। তাদেরকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছে চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 6 =