শহরে ফের পথ দুর্ঘটনার কবলে স্কুল পড়ুয়াদের পুল কার, গুরুতর আহত ২

কলকাতা : ইএম বাইপাসের ধাপা এলাকায় বৃহস্পতিবার দুপুরে ফের পথ দুর্ঘটনার কবলে পড়ল স্কুল পড়ুয়াদের বহনকারী একটি পুল কার। জানা গেছে, ওই পুল কারটি সাইনসিটি দিক থেকে দ্রুত গতিতে আসার সময় একটি মালবাহী কন্টেনারের পেছনে ধাক্কা মারে। এর পর, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে গিয়ে ধাক্কা লাগে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালক রাজু দাস (২২) এবং স্কুলছাত্রী অঙ্কিতা মালিক (১৫)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি করে কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনার পর প্রগতি ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পুল কারটিকে রেকারের সাহায্যে সরিয়ে নেয় এবং ইএম বাইপাসের ধারে দাঁড়িয়ে থাকা কন্টেনারটিকেও দ্রুত স্থানান্তরিত করে। স্থানীয়দের দাবি, এ ধরনের পুল কারগুলির দ্রুতগতির কারণে বারবার পথ দুর্ঘটনার আশঙ্কা দেখা দিচ্ছে। উল্লেখযোগ্য যে, একই দিনে রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, মুখ্যমন্ত্রীর নির্দেশে শহরে পরপর ঘটে যাওয়া পথ দুর্ঘটনা এবং শিশুদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন পরিবহন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা ছিল। বৈঠকের আগে এই ঘটনা শহরের পথ নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন তুলেছে।

এ ঘটনায় স্কুল পড়ুয়াদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিভাবক মহলে উদ্বেগ বাড়ছে। পুলিশ এবং স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =