যাত্রাগাছি থেকে উদ্ধার ২ নাবালিকা, ধৃত ৫

বিধাননগর গোয়েন্দা শাখা এবং নিউ টাউন থানার যৌথ তল্লাশিতে যাত্রাগাছি থেকে উদ্ধার করা হল দুই নাবালিকাকে।  এই ঘটনায় নিউটাউন থানার পুলিশে গ্রেফতার করেছে পাঁচজনকে। নিউটাউন পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে প্রটেকশন অফ চিলড্রেন সেক্সচুয়াল অফেন্স আইটিপি অ্যাক্ট ধারায় মামলা রুজু করা হয়।

সোমবার এনজিও সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইট, বিধাননগর গোয়েন্দা শাখা এবং নিউ টাউন থানা বিধান নগর ওমেন পিএস আধিকারিকরা যাত্রাগাছিতে একটি গেস্ট হাউজ়ে অভিযান চালায়। সেই সময় ওই গেস্ট হাউজ থেকে দু’জন নাবালিকাকে উদ্ধার করে। একইসঙ্গে ওই গেস্ট হাউজে অনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অপরাধে মালিকের স্বামী-সহ পাঁচজনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শুভাশিস মণ্ডল, অনির্বাণ বোস, তপন মিশ্র, স্বপন কর্মকার, অভিজিৎ বরাট। ধৃতদের বিরুদ্ধে ৩/৪/৫/৭ আই টি পি আইনে ও ৪/৬/১৭ প্রোটেকশন চিলড্রেন সেক্সচুয়াল অফেন্স ধারায় মামলার রুজু করা হয়েছে। এরই পাশাপাশি নিউটাউন থানার পুলিশ এও খোঁজ নিয়ে দেখছে কতদিন ধরে এই ধরনের অনৈতিক কাজ চালানো হচ্ছে ওই গেস্ট হাউজে তাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − four =