জম্মুর সেনা ছাউনিতে আত্মঘাতী হামলায় নিকেশ ২ জঙ্গি, শহিদ ৩ জওয়ান

উপত্যকায় ফের জঙ্গি হামলা। এবার সেনা ছাউনিতেই আত্মঘাতী হামলা চালাল জঙ্গিরা। বৃহস্পতিবার সকালেই জম্মু-কাশ্মীরের রাজৌরিতে একটি সেনা ছাউনিতে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। সেনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গিকে নিকেশ করা হয়। শহিদ হন তিন জওয়ানও। কমপক্ষে ৫ জন জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের চিকিৎসার জন্য সেনা হাসপাতালে পাঠানো হয়েছে।

সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, জম্মু-কাশ্মীরের রাজৌরি থেকে ২৫ কিলোমিটার দূরে সেনাছাউনিতে এদিন ভোরে হামলা চালায় জঙ্গিরা। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, নিহত ওই দুই জঙ্গিই আত্মঘাতী হামলা চালিয়েছিল। অভিযুক্ত দুই জঙ্গিকে নিকেশ করা সম্ভব হলেও, ওই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর তিন জওয়ান প্রাণ হারিয়েছেন।

সংবাদসংস্থা এএনআই-কে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এদিন সকালে রাজৌরির কাছে অবস্থিত পারগলে ভারতীয় সেনাবাহিনীর ওই গুরুত্বপূর্ণ বেস ক্যাম্পের উপরে আত্মঘাতী হামলার চেষ্টা করে সন্ত্রাসবাদীরা। দুই জঙ্গি কাঁটাতাঁরের বেড়া টপকে সেনাছাউনির ভিতরে ঢোকার চেষ্টা করেছিল। যদিও ক্যাম্পে ঢোকা মাত্রই দু পক্ষের মধ্যে তুমুল গুলির সংঘর্ষ শুরু হয়। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে। ওই দুই জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। স্বাধীনতা দিবসের আগেই বড়সড় নাশকতার ছক কষেছিল জঙ্গিরা। তবে সেনাবাহিনীর তৎপরতায় সেই পরিকল্পনা বানচাল করা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 18 =