পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ৮

দুর্ঘটনায় মৃত
২,আহত ৮
নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত দুই, আহত আটজন। বর্ধমানের পূর্বস্থলীতে দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর বিশ্বরম্ভার কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে মঙ্গলবার রাতে। মৃতরা হলেন কৃষ্ণা দে এবং অনন্যা মজুমদার। বাকি ৮ জন আহতরা কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা হলেন কল্লোল দে, অনির্বাণ বসু, অনিন্দিতা বসু, বিশ্বজিৎ বসু, রিয়া সেন, মৈত্রী বসু, রিদ্ধিশ দে এবং কৌশানি দে।
এদিন বুধবার কালনা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আহত কল্লোল দে জানান, মাসির ছেলের বিয়ে থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় তাঁর মা এবং বড় মামার ছেলের বউ মারা যান। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দাঁইহাটের একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন তাঁরা, সেখানে থেকেে নবদ্বীপের উদ্দেশ্যে ফিরছিলেন। এমন সময় একটি স্করপিও গাড়ির সামনে কুকুর চলে আসায় টায়ার ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর থেকে ছিটকে মাঠের উপর পড়ে যায় গাড়িটি। এরপরই পূর্বস্থলী হাসপাতালে তঁদের নিয়ে যাওয়া হলে অনন্যা মজুমদারকে সেখানেই মৃত ঘোষণা করা হয়। অপর এক মহিলা কৃষ্ণা দেকে নবদ্বীপ প্রতাপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 19 =