সিকিমে তুষার ধসে মৃতের তালিকায় ২ বাংলার বাসিন্দা

সিকিমে ভয়াবহ বিপর্যয়ে মৃত্যু হয়েছে একাধিক পর্যটকের। তুষার ধসের জেরে ওই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ। ঘটনার পর উদ্ধার কাজ চলার সময়েও ফের বিপর্যয় নেমে আসে। তাতে আরও বেশ কয়েকজন নিখোঁজ হয়ে যান বলে সেনাবাহিনী সূত্রে খবর। এখনও পর্যন্ত মোট ৭ জনের মৃত্যুর খবর সামনে এনেছে সেনাবাহিনী। এই সাতজনের মধ্যে ২ জন বাংলার বাসিন্দা বলে এখনও পর্যন্ত সূত্রে খবর। সেনাবাহিনীর তরফ থেকে প্রকাশ করা তালিকা অনুযায়ী, মৃতদের নাম, শিব প্রসাদ লামিচানে, আশিকা ঢাকাল, বাল সিং, রেবয়া সিং, সৌরভ রায় চৌধুরী, প্রীতম মাইতি ও মুনা শাহ শ্রেষ্ঠা। তবে মঙ্গলবার রাতের অন্ধকার নেমে আসায় উদ্ধারকাজ বন্ধ রাখতে বাধ্য হয় সেনাবাহিনীর তরফে। এদিকে সেনাবিহনীর তরফ থেকে এও জানানো হয়, বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
এদিকে আপাতত সূত্রে যে খবর মিলেছে তাতে মঙ্গলবারের এই ঘটনার পর ৩০ জন পর্যটককে উদ্ধার করে গ্যাংটকের এসটিএনএম হাসপাতাল এবং সেন্ট্রাল রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আরও অন্তত ১৫০ জনেরও বেশি পর্যটক ১৪ মাইল এবং ১৫ মাইল এলাকার মাঝে আটকা পড়ে আছেন বলে সেনা সূত্রে জানানো হেয়ছে। এদিকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চতালাচ্ছেন ভারতীয় সেনাবাহিনী, বর্ডার রোড অর্গানাইজেশন, সিকিম পুলিশ, সিকিমের ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন, পর্যটন বিভাগের কর্মকর্তারা এবং স্থানীয় চালকরা। বুধবার সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধার কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =