কয়েক ঘণ্টার মধ্যে বারাসাতে বৃদ্ধা খুনের কিনারা, গ্রেপ্তার ২

বারাসাত: চুরির উদ্দেশ্যে ঢুকেছিল দুষ্কৃতীরা। এলাকার ছেলে। বৃদ্ধা চিনে ফেলায় স্ক্রু ড্রাইভার দিয়ে নৃশংসভাবে খুন করা হয়। বারাসাত ন-পাড়ায় বৃদ্ধা খুনের কয়েক ঘণ্টার মধ্যেই খুনের কিনারা করল পুলিশ। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল বারাসাত থানার পুলিশ। ধৃতদের বয়স ২২-২৩। তারা হল রাজ চক্রবর্তী ও রথীন পোদ্দার। রাজারহাটের লাউহাটির একটি রিহ্যাব সেণ্টার থেকে সোমবার রাতে দু’জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাদের বারাসাত আদালতে তোলা হালে বিচারক পুলিশি হেপাজতের নির্দেশ দেন।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, বছর ৬৩ এর শর্মিষ্ঠা মুন্সী নিজের বাড়িতেই খুন হয়েছিল। সোমবার রাতে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। স্বামী মারা যাওয়ার পর বারাসাত ন-পাড়া কালীবাড়ি ইলেকট্রিক সাপ্লাই অফিসের কাছে বাড়িতে একাই খাকতেন তিনি। সোমবার রাতে সেই বাড়ির মেঝেতেই উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায় শর্মিষ্ঠা মুন্সি রক্তাক্ত দেহ। ঘটনাস্থলে পৌঁছন অ্যাডিশনাল এসপি বিশ্বচাঁদ ঠাকুর, এসডিপিও অনিমেষ রায় সহ বারাসাত থানার পুলিশ।
বারাসাত পুলিশ জেলার সুপার ভাস্কর মুখোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠক করে জানান, খুন করে রাজারহাট লাউহাটির ওই রিহ্যাব সেন্টারে গা টাকা দিয়েছিল দু’জন। তারা আগেও ওই রিহ্যাবে ছিল। সোমবার রাতে ঘটনা জানাজানি হলেও, বৃদ্ধাকে খুন করা হয়েছিল রবিবার। অভিযুক্তদের বাড়ি বারাসাত ন’পাড়া এলাকাতেই। মূলত চুরির উদ্দেশ্য বাড়িতে ঢুকেছিল ওই দুই অভিযুক্ত। বৃদ্ধা তাদের চিনতে পারায় স্ক্রু-ড্রাইভার দিয়ে আঘাত করে নৃশংস ভাবে তাকে খুন করা হয়। তারপরই ওই নেশা মুক্তি সেন্টারে গা ঢাকা দিয়েছিল দু’জন। পুলিশ দুই অভিযুক্তকে নিজেদের হেপাজতে নিয়ে আরও তথ্য জানার চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত কিনা তাও তদন্ত করছে। খুনে ব্যবহৃত স্ক্রু-ড্রাইভারটি উদ্ধার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 5 =