কলকাতার তরুণীর থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ধৃত ২

কলকাতা : দিল্লি পুলিশের সাইবার অপরাধ শাখার আধিকারিক সেজে কলকাতার তরুণীর থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মঙ্গলবার শিয়ালদহ থেকে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার পুলিশসূত্রে এ খবর জানা গিয়েছে। ধৃতদের নাম ধনজি জগন্নাথ শিন্ডে এবং বিনোদ কোন্দিবা পওয়ার। উভয়েই মুম্বইয়ের বাসিন্দা।

অভিযোগ, প্রতারকেরা তরুণীকে জানান, তাঁর বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। সেই অভিযোগ মিটমাট করে নেওয়ার প্রস্তাব দেন তাঁরা। ভয় পেয়ে তরুণী প্রতারকদের ৬৬ লাখ ২৬ হাজার টাকা দিয়ে দেন। পরে ঘটনাটি বুঝতে পেরে চারু মার্কেট থানায় অভিযোগ জানান তরুণী।

ধৃতেরা তরুণীকে ফোন করে দিল্লি পুলিশের সাইবার অপরাধ শাখার আধিকারিক বলে পরিচয় দেন। প্রথমে তাঁরা তরুণীকে ভয় দেখান। বিভিন্ন ভাবে তরুণীকে ভয় দেখাতে থাকেন তাঁরা। শেষে গ্রেফতার হওযার আশঙ্কায় তরুণী অভিযুক্তদের দাবি মতো টাকা দিয়ে দেন।

পরে চারুমার্কেট থানার পুলিশ তদন্ত শুরু করলে জানা যায়, তরুণীর বিরুদ্ধে আদৌ ওই জাতীয় কোনও অভিযোগ নেই। তদন্তে নেমে একাধিক জায়গায় হানা দেন পুলিশকর্মীরা। তাতে মঙ্গলবার শিয়ালদহের একটি হোটেল থেকে দু’জনকে পাকড়াও করে পুলিশ। প্রতারকদের হাতিয়ে নেওয়া টাকারও সন্ধান পেয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =