দক্ষিণ ২৪ পরগনা : জীবনতলায় একটি বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ কার্তুজ। রাজ্য পুলিশের এসটিএফ গোপন সূত্রে হানা দিয়ে উদ্ধার করল ১৯০ রাউন্ড কার্তুজ। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের সঙ্গে অস্ত্র কারবারিদের যোগাযোগ আছে কি? উঠছে একাধিক প্রশ্ন।
জানা গিয়েছে, জীবনতলা থানা এলাকায় অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফের বিশেষ টিম। তদন্তকারীরা শুক্রবার রাতে আবু তালেব মোল্লার বাড়িতে হানা দেন। বাড়ির ভিতর অভিযান চালাতেই বেরিয়ে পড়ে বিপুল পরিমাণ কার্তুজ। বাড়ির মালিক-সহ আরও তিন ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। গোপন সূত্রে খবর পেয়েই এই অভিযান বলে জানা গিয়েছে।
ধৃতদের শনিবার আলিপুর আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের সাতদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। কোথা থেকে এল এই কার্তুজ? বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে কি তাঁরা জড়িত? নাকি ধৃতরা নিজেরাই অস্ত্র কারকারি? ধৃতদের ধারাবাহিক জেরা করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

