ভাঙড় : সম্প্রতি ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন হিংসাত্মক ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে।
বৃহস্পতিবার ভাঙড়ের হিংসা উপদ্রুত এলাকা পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা। সঙ্গে ছিলেন অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্তারাও।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা বলেছেন, “কিছু জনতা এখানে এসে পাথর ছুঁড়ে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়, সিসিটিভি ক্যামেরা থেকে পাওয়া প্রমাণের ভিত্তিতে, ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও তদন্ত চলছে।”

