আজ ১৫ ডিসেম্বর। শ্রী শ্রী সারদা মায়ের ১৭০ তম জন্মতিথি। চিরাচরিত প্রথা অনুযায়ী এই পুণ্যতিথিতে উপলক্ষে বেলুড় মঠে মহাসমারোহে ভোরবেলা থেকেই সারদা মায়ের জন্মতিথি উৎসব পালন শুরু হয়। বৃহস্পতিবার ভোর ৪.৪৫ মিনিটে শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের মন্দিরে মঙ্গলারতি দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্তব গান বেদ পাঠ, ভজন এবং বিশেষ পূজা ও হোমও হয়। এরপর সকাল আটটা থেকে অস্থায়ীভাবে নির্মিত সভামণ্ডপে হয় বিভিন্ন অনুষ্ঠান। সকাল ১১ টা থেকে শুরু হয় প্রসাদ বিতরণ। এরপর বেলা তিনটেয় অনুষ্ঠিত হবে ধর্মসভা। ধর্মসভার শেষে মূল মন্দিরে সন্ধ্যারতির পরই শেষ হবে এবারের মতো মায়ের জন্মতিথি উপলক্ষে উৎসব ও উদযাপন। এদিকে কোভিডের চোখ রাঙানি নেই। ফলে নেই সেই বিধিনিষেধের পালা। ফলে এদিনের এই পুণ্যতিথিতে সকলের জন্য মঠ উন্মুক্ত করে দেওয়ায় মঠে নামে ভক্তদের ঢল।