মহারাষ্ট্রে ক্রেন ছিড়ে পড়ে ১৭ শ্রমিকের মৃত্যু, ২ লক্ষ টাকা করে ক্ষতিপুরণ ঘোষণা পিএমও’র

রেল ব্রিজ তৈরির কাজ চলছিল। আচমকা ১০০ ফুট উপর থেকে ছিড়ে পড়ল ব্রিজ নির্মাণে ব্যবহৃত গার্ডার লঞ্চার মেশিন (বিশেষ ক্রেন)। সেই ক্রেন চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জন শ্রমিকের। গুরুতর জখম হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে এলাকায়। ঘটনায় দুঃখপ্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। মৃত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরও। পাশাপাশি প্রত্যেক মৃত শ্রমিকদের পরিবারপিছু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও জখমদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে।

পুলিশ সূত্রে খবর, সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের তৃতীয় পর্যায়ের নির্মাণের কাজ চলছে। নির্মাণস্থলেই রয়েছেন বহু শ্রমিক। সেখানেই ব্যবহার করা হচ্ছিল গার্ডার লঞ্চিং মেশিনটি। নির্মীয়মাণ একটি সেতুর উপর বিরাট ক্রেনটি আছড়ে পড়তেই কংক্রিটের স্ল্যাব শ্রমিকদের উপর ভেঙে পড়ে। ধ্বংসস্তূপ সরিয়ে দ্রুত উদ্ধারকাজে হাত লাগায় এনডিআরএফ।

এদিন ক্রেন দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ধ্বংসাবশেষের নীচে থেকে নির্মাণকর্মীদের উদ্ধার করে উদ্ধারকারী দল। কিন্তু, হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ১৫ জনকে মৃত বলে ঘোষণা করেন। পরে আরও ২ জনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =