উত্তর ইতালিতে দু’টি ট্রেনের সংঘর্ষে আহত হয়েছেন ১৭ জন। স্থানীয় সময় অনুযায়ী, রবিবার রাতে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়, সেই সময় ট্রেন দু’টির গতি কম থাকায় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। দু’টি ট্রেনের সংঘর্ষে আহত হয়েছেন ১৭ জন, কারও আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে। একটি হাইস্পিড ট্রেনের সঙ্গে রিজিওনাল ট্রেনের সংঘর্ষ হয়।
জাতীয় ট্রেন অপারেটর মুখপাত্র ট্রেনিটালিয়া বলেছেন, বোলোগনা এবং রিমিনির মধ্যবর্তী রেললাইনে দুর্ঘটনাটি ঘটেছে, বিশেষত ফেনজা শহর এবং ফোরলির কমিউনের মধ্যে।
অত্যন্ত গতিতে থাকাকালীন সংঘর্ষ হয়, ১৭ জন আহত হয়েছেন, কারও আঘাত গুরুতর নয়। কী কারণে মুখোমুখি চলে এল দু’টি ট্রেন তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।