যাদবপুরকাণ্ডে ১৬ জন পড়ুয়াকে তলব, থানার সামনে অবস্থান-বিক্ষোভ

কলকাতা : মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ১০ জন পড়ুয়াকে থানায় তলব করা হয়। তাঁরা সেই তলবে সাড়া দিয়ে হাজিরা দেন। তবে যাদবপুর থানার বাইরে অবস্থান-বিক্ষোভ করেন বাকি প্রতিবাদী পড়ুয়ারা।

গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থার অভিযোগে আগে ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ‘ওয়েবকুপা’-র সভাকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়িয়েছিল তার জন্য একাধিক এফআইআরও দায়ের হয়েছে। তার ভিত্তিতেই এ দিন ১০ জন পড়ুয়াকে যাদবপুর থানার পুলিশ তলব করে।

এর পরই বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র-ছাত্রীরা ক্যাম্পাস থেকে মিছিল করে থানা চত্বরে আসেন। তারপর সেখানেই অবস্থান-বিক্ষোভে বসেন। যদিও যে পড়ুয়ারা তলব পেয়েছেন তাঁরা জানিয়েছেন, আইন মেনেই চলতে চান তাঁরা। পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন।

একই সঙ্গে বিক্ষোভকারীরা এও বলেন, এমন অনেকের কাছে পুলিশের চিঠি গেছে যারা যাদবপুরের প্রাক্তনী হলেও কলকাতাতেই থাকেন না। তবে যারা কলকাতাতে আছেন, তারা সকলেই সহযোগিতা করবেন।

প্রসঙ্গত, যাদবপুর-কাণ্ডে প্রথমে সাহিল আলি নামে এক পড়ুয়াকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর জামিন মঞ্জুর হয়েছে। পরে উজান নামের এক পড়ুয়াকে গ্রেফতার করা হয়। তাঁরই মুক্তির দাবিতে এবং ১০ আরও পড়ুয়াকে তলবের বিরোধিতায় মঙ্গলবার মিছিল করে যাদবপুরের পড়ুয়াদের একাংশ। এছাড়া তাঁদের আরও দাবি, নয়া শিক্ষানীতি প্রত্যাহার করতে হবে। সংবাদমাধ্যমের একাংশকেই বয়কট করার দাবি তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + nineteen =