চিনের কয়লা খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬

চিনে ফের খনিতে দুর্ঘটনা । দক্ষিণ-পশ্চিম চিনের গুইঝো প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ আগুনে ১৬ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনার পর পানঝৌ শহরের সমস্ত কয়লা খনি একদিনের জন্য উৎপাদন স্থগিত করা হয়েছে ।
রবিবার সকালে সানজিয়াওশু কয়লা খনিতে আগুনের সূত্রপাত হয় বলে পানঝৌ সিটি সরকার রোববার রাতে তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল। এতে জানানো হয়, প্রাথমিকভাবে ধরণা করা হয় কনভেয়ার বেল্টে আগুন লেগেছিল এবং আগুনের ফলে ১৬ জন লোক খনিতে আটকা পড়েছিল।
তবে আগুন নিভিয়ে ফেলার পর খনির তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেও, প্রাথমিক যাচাইয়ের পর ওই ১৬ জনের কোনও সাড়া পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে কোনো তথ্য ছিলো না। গত মাসে দেশটির উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছিলেন। চিনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে গত বছর ১৬৮টি খনি দুর্ঘটনায় ২৪৫ জন মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 12 =