হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে সাইবার ক্রাইম বাড়ায় উদ্বিগ্ন প্রশাসন

সাইবার ক্রাইমের নয়া ফাঁদ দুষ্কৃতীদের। হোয়াটসঅ্যাপ নম্বরে পঁচিশ লক্ষ টাকার লটারি লেগেছে বলে ম্যাসেজ পাঠামোর পাশাপাশি কেবিসি তথা কোনও বনেগা ক্রোড়পতি নাম করে কয়েক লক্ষ টাকার লোভনীয় টোপ দুষ্কৃতীদের। এই ঘটনা এখন বড় বড় শহরের পাশাপাশি আরামবাগের মতো মফঃস্বল শহরেও সাইবার ক্রাইম করার লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে দুষ্কৃতীদের। রীতি মতো ডিজাইন করে পোস্টার বানিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো হচ্ছে এবং এর সঙ্গে কল রেকর্ডও পাঠানো হচ্ছে। জানা গিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক আরামবাগের নেতাজি পল্লির এক বাসিন্দার হোয়াটসঅ্যাপ নম্বরে কেবিসির নাম করে অল ইন্ডিয়া সিম কার্ড লাকি ড্র কমপিটিশনে ২৫ লক্ষ টাকার লটারি লেগেছে বলে পোস্টার পাঠানো হয়। সেই পোস্টারে বড় বড় করে ইংরেজি ও হিন্দিতে লেখা হয়, আর ইউ উইনার আওয়ার কমপিটিশন ড্র, ডিয়ার কাস্টমার ইউ হ্যাব ওন দ্য প্রাইজ অফ রুপিস ২৫ ০০০০০ / বাই কেবিসি ডিপার্টমেন্ট। প্লিজ কালেক্ট ইওর প্রাইজ আরজেন্টলি। ফলো দ্য রুল অ্যান্ড রেগুলেশন ২০২৩, লটারি নম্বর ৭৪৬। ইওর প্রাইজ কনফার্মেশন জাস্ট কল নাও আকাশ ভার্মা, মোবাইল- ৮২৭১৮৯৯৩৯৬। মোবাইলের বিভিন্ন কোম্পানির সিম কার্ডের ও বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের ছবি দেওয়া হয়। পোস্টার পাঠানোর দুই মিনিটে মধ্যেই আকাশ ভার্মার কল রেকর্ড আসে আরামবাগের ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে। হিন্দিতে বলা হয়, দিল্লির কল সেন্টার থেকে রাজেশ শর্মা বলছি, এই হোয়াটঅ্যাপ নম্বরে পঁচিশ লক্ষ টাকার লটারি লেগেছে। এই জন্য আপনাকে ও আপনার ফ্যামিলিকে ধন্যবাদ জানাই। এই লটারি টাকা কিভাবে ক্যাশ হবে অথবা কিভাবে পাবেন তা জানতে হলে আপানাকে যে পোস্টার পাঠানো হয়েছে সেখানে আকাশ ভার্মার নাম রয়েছে। আপনি আকাশ ভার্মাকে হোয়াটসঅ্যাপে কল করুন। অন্যভাবে কল করলে আকাশ ভার্মাকে পাওয়া যাবে না। উনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজার। উনি যে কোনও ব্যাংকের মাধ্যমে আপনার লটারি ক্যাশ করে দেবেন। খুব তাড়াতাড়ি আকাশ ভার্মাকে কল করুন। এই ভাবেই নয়া কৌশলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করার কৌশল নিচ্ছে সাইবার জগতের দুষ্কৃতীরা। এই বিষয়ে আরামবাগ এসডিপিও অভিষেক মণ্ডল জানান, সাইবার ক্রাইমের হাত থেকে বাঁচতে হলে সবার আগে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। অজানা নম্বর থেকে কল বা ম্যাসেজ অথবা হোয়াটসঅ্যাপে ছবি, পোস্টার, কল রেকর্ড এলে নম্বর ব্লক করতে হবে। তাদের সঙ্গে যোগাযোগ করা চলবে না। অ্যাকাউন্ট ও এটিএম নম্বর এবং ওটিপি নম্বর বলা যাবে না। সবমিলিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে সাইবার ক্রাইম বাড়ায় উদ্বিগ্ন প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 6 =