গঙ্গাসাগরে মেলায় আগত পূণ্যার্থীদের জন্য ১,৫০০ সাঁতারু ও স্বেচ্ছাসেবক

কলকাতা : গঙ্গাসাগর মেলা উপলক্ষে সেজে উঠেছে সাগরতট। ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগেও প্রস্তুতি চলছে। বালিগঞ্জে সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছে।

প্রধান সম্পাদক বিশ্বাত্মানন্দ মহারাজ এই প্রসঙ্গে বলেন, প্রায় ১,৫০০ হাজারের বেশি প্রশিক্ষণ প্রাপ্ত সাঁতারু সমেত স্বেচ্ছাসেবক মজুত থাকছে। বয়স্ক মানুষ তথা সিনিয়র সিটিজেন বা পূণ্যার্থীদের হুইল চেয়ার সমেত সেখানে তাদের আনাগোনার কাজে সহায়তা প্রদান করবে। এছাড়াও তিনটি আ্যম্বুলেন্স হাজির মেলা প্রাঙ্গণ।

সেইসঙ্গে মোট ৭ হাজার স্বেচ্ছাসেবক সদাজাগ্রত। সাড়ে তিন হাজার মানুষের রোজদিন খাবার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, ৮ তারিখ থেকে মেলা পুরোদমে চলবে। মকর সংক্রান্তি উপলক্ষে এই আয়োজন। রাজ্য সরকারের তরফেও এই প্রসঙ্গে সংযোজন ৯ – ১৭ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগরে চলবে সাগরমেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − two =