বিষ্ণুপুরের যমুনা বাঁধের জলে ১৪৩১টি ডুবে বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: এ যেন এক নতুন বর্ষবরণ। বিষ্ণুপুরের এক যুবক সদানন্দ দত্ত অভিনব ভাবে নতুন বছরকে বরণ করে নিলেন। বিষ্ণুপুরের মল্ল রাজাদের ইতিহাস জড়িয়ে যমুনা বাঁধে। এই বাঁধের জলে ১৪৩১টি ডুব দিয়ে নতুন বছরকে বরণ করলেন বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত, যা দেখতে ভিড় জমান বিষ্ণুপুরবাসী।
প্রতিবছরই বাংলা এবং ইংরেজির নতুন বছরকে এই ভাবেই বরণ করেন সদানন্দ দত্ত। ১৪২৯ সালে ১৪২৯টি ডুব দিয়ে নতুন বছরকে বরণ করেছেন। ১৪৩০ সালে ১৪৩০টি ডুব দিয়ে নতুন বছরকে বরণ করেছেন সদানন্দ। এবার ১৪৩১ সাল, তাই ১৪৩১টি ডুব দিয়ে নতুন বছরকে বরণ করলেন বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত।
সদানন্দবাবু জানান, তাঁর এই অভিনব উদ্যোগ শুধুমাত্র গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম তোলার জন্য। সেই লক্ষ্যে প্রতিবছরই এই ভাবেই নতুন বছরকে বরণ করে চলেছেন বিষ্ণুপুরের এই যুবক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − three =