নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: সোনামুখী ব্লকের পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের শিবডাঙা গ্রামে সোমবার বিজেপি কর্মী সমর্থকরা গ্রামের দেওয়ালে সাদা চুনের প্রলেপ দেন বলে অভিযোগ। যে কারণেই গতরাতে তৃণমূল আশ্রিত দুÜৃñতীরা বিজেপি কর্মী সমর্থকদের ওপর চড়াও হন এবং লাঠিসোটা ও টাঙি নিয়ে তাঁদের বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। এই ঘটনায় আহত হন তিন মহিলা সহ সাতজন বিজেপি নেতাকর্মী। রাতে আহত বিজেপি কর্মীদের নিয়ে যাওয়া হয় সোনামুখী গ্রামীণ হাসপাতালে। আহত বিজেপি কর্মীদের দেখতে হাসপাতালে পৌঁছন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। একজন বিজেপি নেতার আঘাত গুরুতর হওয়াতে তাঁকে রেফার করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে।
যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, বিজেপির দুÜৃñতীরা তৃণমূল কর্মীদের মারধর করেছে লাঠিসোটা নিয়ে। ঘটনায় আহত হয়েছেন ৫ তৃণমূল কর্মী। এলাকায় বিজেপির পায়ের তলার মাটি হারিয়ে গিয়েছে তাই নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি এবং বিজেপি নিজেদের দলীয় কোন্দলে আহত হয়েছে। বিজেপি প্রার্থীর এটা একটা কৌশল, তিনি যেখানে দেখতে পাচ্ছেন তাঁর পায়ের তলার মাটি নেই জমি হারিয়ে ফেলেছেন, তখন সেই সব জায়গায় একটা লড়াই লাগিয়ে গণ্ডগোল করে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছেন। সুকৌশলে দিনেদুপুরে দাঙ্গা লাগিয়ে নিজেকে লাইম লাইটে আনার জন্য চেষ্টা করছেন মানুষের নজর কারবার চেষ্টা করছেন। সমগ্র ঘটনা নিয়ে দু’পক্ষই দ্বারস্থ হয়েছে সোনামুখী থানার।