ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ১০ পুলিশকর্মী-সহ ১১ জনের মৃত্যু

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় ফের মাওবাদী হামলা। সূত্রের খবর, মাওবাদীরা আইইডি বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণে অন্ততপক্ষে ১০ জন পুলিশ কর্মী-সহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আধিকারিক সূত্রে জানা যাচ্ছে, বুধবার আচমকা পুলিশের গাড়িতে বিস্ফোরণ হয়। এদিকে উদ্ধারকাজের জন্য একটি দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সম্প্রতি সিপিআই মাওবাদীর নামাঙ্কিত একটি চিঠি ছড়িয়ে পড়েছিল। তাতে নিষিদ্ধ রাজনৈতিক দলটি জানিয়েছিল, পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালানো হবে।

ঘটনায় তীব্র নিন্দা করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জানা গিয়েছে, দান্তেওয়াড়ার আরানপুরের কাছে একটি জায়গায় বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। তাতেই পুলিশকর্মীদের মৃত্যুর ঘটনা ঘটে। সূত্রের খবর, পুলিশকর্মীরা (ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডস) মাও দমন অভিযান সেরে ফিরছিলেন। সেই সময় আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ছত্তিশগড়ের আইজিপি সুন্দররাজ পাট্টিলিঙ্গম জানিয়েছেন কী ভাবে ঘটনাটি ঘটল। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 5 =