চারদিন পর থেকেই শুরু উচ্চ মাধ্যমিক, পরীক্ষাকেন্দ্র ঘিরে প্রস্তুতি তুঙ্গে

আগামী ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৩  সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পশ্চিমবঙ্গে সরকারের অধীনস্থ স্কুলগুলিতে দ্বিতীয় বড় পরীক্ষা শেষ হবে আগামী ২৭  মার্চ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা থেকে এবং শেষ হবে বেলা ১ টা ১৫ মিনিটে। অর্থাৎ পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পড়া এবং উত্তর লেখার জন্য মোট সময় দেওযা হচ্ছে তিন ঘণ্টা পনেরো মিনিট।। তবে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস, মিউজিক অ্যান্ড ভোকেশনাল বিষয়ের পরীক্ষার জন্য দুই ঘণ্টা সময় বরাদ্দ থাকবে।

প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিকের সঙ্গেই চলবে একাদশ শ্রেণির পরীক্ষাও। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে হওয়ার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনও রকম বিতর্ক চায় না সংসদ। তাই প্রথম থেকেই সংসদ সতর্কতা অবলম্বন করেছে।

ইতমধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সহ একাধিক হেভিওয়েট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব। পঞ্চায়েত নির্বাচনের কারণে যাতে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনও রকম বিঘ্ন না ঘটে সেদিকে নজর রাখার জন্য জেলার আধিকারিকদের কড়া নির্দেশ দেন মুখ্যসচিব। এ প্রসঙ্গে তিনি এও জানান, ‘সামনেই পঞ্চায়েত নির্বাচন তাই এবারের পরীক্ষাকে কেন্দ্র করে আপনারা বাড়তি সতর্ক থাকবেন। পরীক্ষার প্রত্যেকটি পদক্ষেপের উপর আপনারা নজর রাখবেন। পুলিশি নিরাপত্তা দিয়ে প্রশ্নপত্র নিয়ে যাওয়া হবে।‘

পরীক্ষার সময় কোন অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যসচিব। এরই পাশাপাশি সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে এবিষয়ে কৈফিয়ৎ চাওয়া হবে বলে জেলাগুলির উদ্দেশ্যে বৈঠকে সতর্কবার্তা দিয়ে রেখেছেন।

প্রসঙ্গত, ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক নিয়ে একগুচ্ছ নিয়ম জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যেমন মাধ্যমিকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি করে সিসিটিভি ক্যামেরা বসানো সহ একাধিক নিয়ম বাধ্যতামূলক করেছে সংসদ। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে আঁটোসাঁটো কড়া ব্যবস্থা নিতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সবমিলিয়ে করোনা পরবর্তীকালে পঞ্চায়েত নির্বাচনের মাঝেই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার চ্যালেঞ্জে কতটা সাফল্য আসে এখন সেটার দেখার।

এদিকে সংসদের তরফ থেকে জানানো হয়েছে, গার্ড দেওয়ার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় সেজন্য সম্প্রতি উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষার দিনগুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি দেওয়া যাবে না বলে জানিয়েছে সংসদ। এছাড়াও মোবাইল ব্যবহারের কড়াকড়ি থেকে শুরু করে পরীক্ষার্থীদের শৌচালয়ে যাওয়ার সময় বেঁধে দেওয়া সহ কয়েক দফার কড়া নির্দেশিকা জারি করা হয়েছে সংসদের তরফ থেকে।

 

উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি:

 

১৪ মার্চ- বাংলা(এ), ইংরেজি(এ), হিন্দি(এ), উর্দু, সাওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাতি এবং পাঞ্জাবি

১৬ মার্চ- বাংলা (বি), ইংরেজি(বি), হিন্দি (বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংলিশ

১৭ মার্চ- ভোকেশনাল সাবজেক্ট (যেমন হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি ইত্যাদি)

১৮ মার্চ- বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স

২০মার্চ- অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রানমি, ইতিহাস

২১ মার্চ- কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন

২২ মার্চ- কমার্শিয়াল ল, ফিলোলজি, সোশিওলজি

২৩ মার্চ- পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি

২৪ মার্চ- অর্থনীতি

২৫ মার্চ- রসায়ন, জার্নালিসম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফ্রেঞ্চ

২৭ মার্চ- স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 7 =